মাগুরা শালিখায় রাস্তা সংস্কার কাজের উদ্বোধন
মহসিন মোল্যা,মাগুরা
আজ ৯ সেপ্টেম্বর রবিবার মাগুরা শালিখা উপজেলায় ১০৯ কোটি টাকা ব্যয়ে শালিখা-কালিগঞ্জ রাস্তা সংস্কার কাজের উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারে যুব ক্রীড়া প্রতিমন্ত্রী জনাব এ্যাড. শ্রী বিরেন শিকদার এমপি। রাস্তা সংস্কারের উদ্বোধন উপলক্ষে শালিখা উপজেলার কনুদার খাল পাড় এলাকায় সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়।আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্হিত ছিলেন শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব সুমি মজুমদার,মাগুরা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী জনাব নজরুল ইসলাম,শালিখা উপজেলা আওয়ামীলীগ ভারপ্রাপ্ত সভাপতি জনাব আফসার বিশ্বাস,শালিখা উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক জনাব শ্যামল কুমার দে,শালিখা উপজেলা যুবলীগ আহ্বায়ক জনাব মুজিবুর রহমান সহ আরো অনেকেই।
আলোচনা সভায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জনাব বিরেন শিকাদার বলেন,বাংলাদেশ আওয়ামীলীগ সরকার এবং জননেত্রী শেখ হাসিনার সরকার উন্নয়নমূখী সরকার,যার উজ্জল দৃষ্টান্ত বাংলাদেশের অসাধ্য সাধন পদ্মা সেতু,মাগুরায় রেল লাইন ও মেডিকেল কলেজ।তাই উন্নয়নের ধারা অব্যহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সকলের ঐক্যবন্ধ হতে হবে। মাগুরা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী জনাব নজরুল ইসলাম বলেন,শালিখা থেকে আড়পাড়া হয়ে কালিগঞ্জ ৩৯ কিলোমিটার সড়কের সংস্কার কাজের জন্য ১০৯ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।খুব দ্রুত সময়ের মধ্যেই সংস্কার কাজ শুরু হবে।